সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
Notice :

উপজেলা পরিষদ নির্বাচনের কচুয়া আওয়ামী লীগ নেতা কে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি / ২৯২ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন



বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া মাদারতলা এলাকায় আলমগীর হোসেন আলম (৫০) নামের একজন আওয়ামী লীগ নেতা কে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আলমগীর হোসেন আলম কে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। সে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং স্থানীয় মাদারতলা গ্রামের মৃত রোকন উদ্দিন হাওলাদারের ছেলে। হাসপাতালে চিকিৎসাধিন আওয়ামী লীগ নেতা আলম ও তার স্বজনরা জানান, গত ৮ মে কচুয়া উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ দলীয় ৪ জন প্রার্থী ছিলেন। আলমগীর হোসেন আলম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ারের পক্ষে নির্বাচনী কাজ করেন। আর এই নির্বাচন কে কেন্দ্র শনিবার রাত ১২ টার দিকে ১০/১২ জন সন্ত্রাসী মাদারতলা বাজার এলাকায় আলমগীর হোসেন আলমের উপর হামলা করে। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। গজালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান নাসির জানান ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন আলম কে শনিবার রাতে সন্ত্রাসীরা কুপিয়েছে। তাকে রাতেই বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ বিষয়ে কচুয়া থানার ওসি মোঃ মহসীন রবিবার বিকেলে জানান, আলম হাসপাতালে চিকিৎসাধিন আছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর