December 23, 2024, 12:20 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন।দৈনিক উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: 29 বার
আপডেট সময় : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ
ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন
এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে ৩দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক
কর্মশালা উদ্ভোধন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকালে চিংড়ি গবেশনা
গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে ৩ দিনব্যাপী প্রশি¶নের উদ্ভোধন করেন চিংড়ি
গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
এসময় চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন, নার্সারীকরণ, ঘের নির্বাচন, অবকাঠামো
উন্নয়ন ও প্রস্তুত বিষয়ে প্রশি¶ন প্রদান করেন  চিংড়ি গবেশনা কেন্দ্রের
উপ-পরিচালক শামসু নাহার,  চিংড়ির খাদ্য উপকরণ ও পুষ্টির গুণ বিষয়ে
তুলেধরেন চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানি কর্মকর্তা ড. তায়েফা
আহমেদ। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ,এস,এম তানবিরুল হক। ৩দিনব্যাপী এ কর্মশালায়
জেলার ২৫জন চিংড়ি চাষী ও সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।
কর্মশালা থেকে জানানো হয়, বর্তমানে এই চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির
গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে।
চিংড়ি গবেষণা কেন্দ্রের গবেষণাকে শুধু চিংড়ির উপর সীমাবদ্ধ রাখা যাবে না।
চিংড়ির পাশাপাশি অন্যান্য মাছের উপরও গবেষণা করতে হবে। এ গবেষণা কেন্দ্র
প্রতিষ্ঠার পর থেকে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ নির্নয়ের উপর কাজ
করছে। অনেক ¶েত্রে রোগ নির্নয় ও নতুন পদ্ধতিতে চিংড়ি চাষে সফলতাও পেয়েছে
গবেষণা কেন্দ্রটি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা র¶ার আহবান জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com