সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
Notice :

ঈদের ছুটি কাটাতে এসে সড়কে প্রাণ গেল মা ও ছেলের

নওগাঁ: / ৩১৫ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে  ঘটনাস্থলে ফারাবি হোসেন নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু ও শিশুটির মা রেশমা খাতুন (৩০)আই সি  ইউতে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৮ টায় মৃত্যুবরণ করেন । এ ঘটনায়  আহত হয়েছেন নিহত শিশুটির বাবা ও বোন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনা একি পরিবারের নিহত ২ ও আহত ২ জন ।

আহতরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামের ফিরোজ হোসেন (৩৫) ও তার মেয়ে ফারিয়া (৮)।

তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

জানা গেছে, ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে তারা গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।”

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং শিশুটির মা রেশমা খাতুন চিকিৎসাধীন  অবস্থায় আনুমানিক রাত ৮ টায় মৃত্যু হয় । পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর