আহলেহাদীস যুবসংঘ, বাগেরহাটে ফিলিস্তিনে গন’হ’ত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গাঁজায় কোন আইন না মেনে দীর্ঘদিন ধরে গণহত্যা ও বর্বরতা চালিয়ে আসছে যা মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েলের হামলা ও নৃশংসতার তীব্র নিন্দা জানানো হয় এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করা হয়।
আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও
বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘ, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে গন’হ’ত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে শহরের ভিআইপি মোড়ে জেলা যুব সংঘের সভাপতি ওবায়দুর রহমান সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন আহলে হাদিস আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন ইলিয়াস, যুব বিষয়ক সম্পাদক(আল মাহমুদ) দপ্তর সম্পাদক(ফরহাদ খা) রাসেল ফকির, শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময়ে সভাপতি ওবায়দুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আজীবনের জন্য ইজরায়েলের পন্য বয়কটের আহবান জানান।
পরে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।