ময়মনসিংহে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ এর বিভাগীয় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর ) বিকেলে ময়মনসিংহের জেলা স্টেডিয়াম মাঠে ময়মনসিংহের খেলোয়াড়দের নিয়ে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে প্রথম দিনের এ খেলা অনুষ্ঠিত হয়। ২টি দলের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লাল দল জয়ী হয় “
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক,ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।”bl