December 23, 2024, 10:33 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

আন্দোলনের মুখে অবশেষে স্কুলের প্রধান শিক্ষক অপসারিত

বাগেরহাট প্রতিনিধি: 107 বার
আপডেট সময় : শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪



বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের কতিথ আন্দোলনে মুখে স্থানীয় বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন দুলালকে সাময়িকভাবে অপসারন করা হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে এ সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে। মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও সেনাবাহিনীর একটি টিমের মধ্যস্ততায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রধান শিক্ষককে আপাতত সাময়িক বরখাস্ত ও ১৫ দিনের মধ্যে চুড়ান্ত বরখাস্ত করতে হবে এমন সিদ্ধন্তে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মোড়েলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়ক সড়ক অবরোধ করে রাখে। অপরদিকে উপজেলার সন্ন্যাসী রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. রেজাউর আহসানের পদত্যাদের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। এ ছাড়াও উপজেলা সদরের অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক ছাত্রআন্দোলনের আভাস পেয়ে সিনিয়র শিক্ষক মো. মঞ্জুরুল করিমের নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। #aj


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com