২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শণী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বুধবার আধুনিক প্রযুক্তিতে ধানের চারা রোপণের শুভ উদ্বোধন করেন মোহাঃ খালিদ হোসেন জেলা প্রশাসক বাগেরহাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শঙ্কর কুমার মজুমদার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট। অতিরিক্ত কৃষি অফিসার নুরে জান্নাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, বাগেরহাট, রিজিয়া পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ সদর, বেগ এমদাদুল হক বাচ্চু, চেয়ারম্যান, যাত্রাপুর ইউনিয়ন। স্বাগত বক্তব্য প্রদান করেন তন্ময় দত্ত, উপজেলা কৃষি অফিসার, বাগেরহাট সদর। আরো উপস্থিত ছিলেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।