বাগেরহাটের চিতলমারীতে চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। রোগবালাই কম এবং আবহাওয়া অনুকূলে থাকলে বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে আখচাষে কৃষকেরা অনেক লাভবান হবেন। সরেজমিনে উপজেলার চর ডাকাতিয়া কৃষি জমির চাষীদের সাথে কথা হলে তারা এসব কথা জানান।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর চিতলমারীতে ১০ হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। যার মধ্যে গেন্ডারী, তুরফিনসহ বিভিন্ন প্রজাতের আখ রয়েছে । স্থানীয় প্রন্তিক কৃষকেরা আরো জানান, মরা বলেশ^ও নদের তীরবত্তী ডাকাতিয়া এই চরে। আখ, পাট, ধাণসহ সব ধরনের সবজি উৎপাদন করা হয়। তবে যোগাযোগ ব্যবস্থা অনুকুলে না থাকায় উৎপদিত কৃষি পণ্যের নেজ্যমূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আর লাভবান হচ্ছে মধ্যস্বত্ব ভোগিরা।
এব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সিফাত আল মারুফ জানান, আখ একটি অর্থকারী ফসল এতে অল্প খরচে বেশী লাভ। তাই দিন দিন আখচাষে কৃষকের আগ্রহ বাড়ছে। কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহ-যোগিতা প্রদান করা হচ্ছে।