অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেড বিহীন ড্রামের ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাট জেলা কালেক্টরেটের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। চলতি প্রচন্ড তাপদাহের মধ্যে বাগেরহাট-খুলনা সড়কে সোমবার বেলা ১১ টার দিকে এ মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন ক্যাবের বাগেরহাট জেলা সভাপতি সংবাদ কর্মী বাবুল সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা পুজা উযযাপন পরিষদের সভাপতি নীলয় কুমার ভদ্র প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী ও পেশার ২০/২৫ জন উপস্থিত ছিলেন। ভোজ্য তেল অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে বিক্রি করার তীব্র নিন্দা এবং সর্ব সাধারণকে খোলা বাজারে ড্রামে তেল না কেনার আহ্বান জানিয়ে মানববন্ধনকারীরা পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। #az