December 23, 2024, 10:18 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

অসুস্থ গরু জবাই করে মাংস বাজার জাতকরাই ১০হাজার জরিমানা

নওগাঁ প্রতিনিধি : 217 বার
আপডেট সময় : সোমবার, মে ২০, ২০২৪

নওগাঁর বদলগাছীতে ভান্ডার পুর  হাটে  অসুস্থ গরু জবাই করে মাংস বাজার জাত করার  অভিযোগে নজরুল ইসলাম (৫৫) নামে এক মাংস ব‍্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে ১৫ দিন কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম‍্যমান আদালতের বিচারক। 

উপজেলার ভান্ডারপুর হাটে মাংস বিক্রির উদ্দেশ্য অসুস্থ ওই গরুটি জবাই করে মাংস ব্যবসায়ী।  

রবিবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম‍্যমান আদালত বসিয়ে এই রায় দেন বদলগাছী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।

দন্ডপ্রাপ্ত মাংস ব‍্যবসায়ী নজরুল ইসলাম সাবেক ইউপি সদস‍্য এবং কোলা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

এদিকে এত অল্প টাকা জরিমানা করায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন। তাদের অভিযোগ এখানকার কসাইয়েরা বারবার অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে। অল্প টাকা জরিমানা করলে এরা এই অপরাধ বারবার করতেই থাকবে। স্থানীয়রা আরও বলেন, মোটা অংকের জরিমানার পাশাপাশি এসব জঘণ্য কাজ যারা করবে তাদের জেলও দিতে হবে।

স্থানীয় ও প্রত‍্যক্ষদর্শীরা জানান, রবিবার ১৯শে মে সকাল সাড়ে ৭টায় কোলা গ্রাম থেকে অসুস্থ গরুটি নিয়ে কসাইয়েরা গরুটিকে জবাই করে। এই সময় স্থানীয় বাজারে আসা লোকজন গরুটিকে জবাই করতে দেখে নিষেধ করলেও শোনে না। অসুস্থ গরু জবাই হলে ব‍্যপারটি সাথে সাথে উপজেলা প্রাণীসম্পদ বরাবর জানালে উপজেলা ভেটেরিনারি সার্জন নাজমুল হাসান এবং থানা পুলিশ ঘটনাস্থলে আসে। 

হাটে আসা খালিদ বলেন, কোলা গ্রামের রিপন(৩৫) গরুটি কোলাহাট থেকে কিনে। এবং ইসমাইল পুর গ্রামের লবা(৬০), বিতু(২৬),কালাম(৪৫) এবং সাবেক মেম্বার নজরুল কসাই(৫৫) ভাগাভাগি করে গরুটিকে এনে জবাই করে। এরা এর আগেও অসুস্থ গরু জবাই করার কারণে জরিমানা গুনতে হয়েছে।

অল্প দামে কিনে বেশি লাভের আশায় কসাইয়েরা প্রতিনিয়ত এমন কাজ করছে। অসুস্থ গরু জবাই হলে সাথে সাথে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। প্রশাসন এসে নাম মাত্র জরিমানা করে।

উপস্থিত করোনা কর্মকার বলেন, অল্প জরিমানা করলে এদের হবেনা। বেশি জরিমানা করতে হবে। অথবা জেল দিতে হবে। নয়তো এরা বারবারই এমন কাজ করবে।

স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি সাগর বলেন, এই হাটে প্রায় অসুস্থ গরু এনে জবাই করে এবং অসুস্থ গরুর মাংস বিক্রি করে কসাইরা। এর আগেও ভ্রাম‍্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। কসাইরা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক পশু জবাইয়ের কোনো ছাড়পত্র ছাড়াই গরু জবাই করে।

এ ব‍্যপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান ভেটেরিনারি সার্জন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। অসুস্থ গরুটিকে উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়েছে এবং জড়িত কসাইয়ের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হয়েছে। 

এ ব‍্যপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, ঘটনাস্থলে গিয়ে নজরুল নামে এক কসাইকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছেএবং তাদের নিষেধ করেছি পরবর্তীতে এমন কাজ পুনরায় হলে আরো কঠোর ব‍্যবস্থা নেওয়া হেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com