অগ্রনী ব্যাংক পিএলসি বাগেরহাটের অঞ্চল প্রধান বিপুল মন্ডল কে
বদলীজনিত বিদায় সম্বর্ধনা ও নবাগত অঞ্চল প্রধান জি এম সিরাজুল
ইসলাম কে বরন করা হয়েছে। সোমবার বিকালে বাগেরহাট শহরের
মিঠাপুকুর পাড়স্থ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় হলরুমে বিদায় ও বরন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক তপন কুমার বৈরাগী।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা
ব্যবস্থাপক মলয় কিশোর বিষ্ণু। এ ছাড়া এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শংকর
কুমার দাস ও অজয় কুমার দাস। এ সময় অগ্রনী ব্যংক পিএলসির
বাগেরহাট জেলার সকল শাখার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বক্তারা
নবাগত কে সার্বিক সহযোগিতা ও বিদায়ী কর্মকর্তার সু-স্বাস্থ্য
কামনা করেন।#
mni